পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৮ জন কার্যকরী সদস্য নির্বাচিত হয়। বিজেএ, নারায়ণগঞ্জ অফিসে সম্প্রতি ১৮ জন কার্যকরী সদস্য থেকে চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান মো. কুতুব উদ্দিন নির্বাচিত হন।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. লিয়াকত হোসেন, এফএম সাইফুজ্জামান, মো. নূরুল ইসলাম বাবুল, শেখ দাউদ হায়দার, মো. টিপু সুলতান, মো. জাহিদুল ইসলাম, এসএম সাইফুল ইসলাম পিয়াস, শেখ কওসার আলী, শেখ শহিদুল ইসলাম, মো. আব্দুস সোবাহান শরীফ, মো. তোফাজ্জল হোসেন, নূরুল হোসেন, খন্দকার আলমগীর কবির, শেখ রুহল আমীন এবং এসএম হাফিজুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।