Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলঘাটে কেনা যাবে খোলা পাট

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:২৮ পিএম

বাংলাদেশ পাটকল করপোরেশের (বিজেএমসি) আওতাধীন মিলগুলো এখন থেকে বেল পাটের পাশাপাশি খোলা পাট কিনতে পারবে। পাট চাষী ও ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বিজেএমসি সম্প্রতি এক আদেশে এই তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়, বিজেএমসির আওতাধীন মিলগুলোর পাট ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী খোলা পাট কেনার বিষয়ে সুপারিশ দেওয়া হয়।

সেই সুপারিশ অনুযায়ী, মিলঘাটে বেল পাট কেনার পাশাপাশি ‘লুজ’ পাট কেনা যাবে। কোনোভাবেই এজেন্সি থেকে মিলে খোলা পাট পাঠানো যাবে না।

মিলের আউট টার্ন রেজিস্ট্রারে পাটের শ্রেণিভিত্তিক আউট টার্নের শতকরা হার যথাযথভাবে লিপিবদ্ধ করতে হবে। ২০০৬ সালের ৭ অগাস্ট বেল আকারে পাট কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেএমসি

২০ ফেব্রুয়ারি, ২০১৯
৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ