পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাজেটের প্রস্তাবিত উৎসে কর ১ শতাংশ হতে হ্রাস করে শূন্য দশমিক ২৫ শতাংশে নির্ধারণ এবং আবগারী শুল্ক হ্রাসের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেএ জানায়, কাঁচা পাট রফতানী মূল্যের উপর অগ্রীম উৎসে কর এবং আবগারী শুল্ক হ্রাস করা হলে কাঁচা পাট রফতানিকারকগণ আরো উৎসাহিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রনোদনা ও সাবসিডিতে কাঁচা পাটকে অন্তর্ভূক্ত এবং কাঁচা পাটকে কৃষিপণ্য ঘোষণার দাবি জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব বাজারে কাঁচা পাটের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সুতরাং কাঁচা পাট ব্যবসায়ী ও রফতানিকারকদের সাফল্যের পরিপ্রেক্ষিতে সরকারী ও জাতীয় স্বার্থে শতভাগ রফতানি নির্ভর পণ্যের বাণিজ্য ও রফতানিকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় বাজেটে এই শত ভাগ রফতানি নির্ভর পণ্যের বিষয়টি সম্পৃক্ত করে বাজেট বরাদ্দ থাকা উচিৎ বলে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) মনে করে। কাঁচা পাট রফতানিকারক ব্যবসায়ীগণ শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করেও কোনদিন রফতানি প্রনোদনা ও সাবসিডি পায়নি বিধায় হতাশ হয়ে পড়েছেন। এমতাবস্থায় পাটখাত ও কাঁচা পাট ব্যবসায়ীদের সমস্যা সমাধানে উদ্যোগ নিতে অনুরোধ জানায় বিজেএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।