Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাংখুটের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন মাংখুতের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা। খবরে বলা হয়েছে, শক্তিশালী বাতাস ও ভারী বর্ষণে লুজান দ্বীপে ঘরবাড়ির জানালা ভেঙে গেছে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ঘূর্ণিঝড়ের গতিপথে চল্লিশ লাখের বেশি মানুষ রয়েছে। ঘণ্টায় ২০০ কিলোমিটার বাতাসের গতিতে আঘাত হানা এই টাইফুনের দমকা হাওয়া সর্বোচ্চ ঘণ্টায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। টাইফুনের কারণে ৬ মিটার (২০ ফুট) উঁচু ঢেউ আঘাত হানতে পারে এমন আশঙ্কায় হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, টাইফুনে ঝুঁকিপূর্ণ ভবনের ‘অনেক ক্ষতি’ হতে পারে। কাগায়ান, উত্তরাঞ্চলীয় ইসাবেলা, আপাইয়াও এবং আবরা প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন কর্মকর্তারা। স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে ফিলিপিন্সের উত্তর-পূর্বাঞ্চলীয় বাগগাওয়ে টাইফুন মাংখুত আঘাত হানে। স্থানীয়ভাবে ওমপং নামে পরিচিত এই ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এদিকে টাইফুন মাংখুটকে সামনে রেখে ফিলিপিন্সে জল ও আকাশ যাত্রা সীমিত করা হয়েছে। বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া স্কুল বন্ধ রাখাসহ সেনাবাহিনী সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ভারী বর্ষণের কারণে ভূমিধস ও তাৎক্ষণিক বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইফুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ