Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামে টাইফুনে নিহত ৩৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

টাইফুন মোলাভের তন্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। টাইফুন মোলাভের তান্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন মোলাভের প্রভাবে ভিয়েতনামে ভূমিধস ও ট্রলারডুবির ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ দুটি ঘটনায় আরও অন্তত ৫৯ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোলাভের আঘাতের পর বুধবার প্রবল বৃষ্টিপাতের মধ্যে মধ্যাঞ্চলীয় কুয়াং নাম প্রদেশের প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। এতে ১৩ জনের মৃত্যু ও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। টাইফুনের প্রভাবে বিরাজমান খারাপ আবহওয়ার জন্য উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে দেশটির সরকার। জীবিতদের খোঁজে বৃহস্পতিবার ঘটনাস্থলে কয়েকশত সৈন্য ও ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চিং দিং জুং বলেছেন, “আমরা ঝড়ের গতিপথ ও কী পরিমাণ বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিতে পারি, কিন্তু কখন ভূমিধস হবে তা অনুমান করতে পারি না। “কাদার গভীর স্তরের নিচে রাস্তা ঢাকা পড়েছে আর ওই এলাকায় এখনও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে, কিন্তু তারপরও উদ্ধারকাজ দ্রুত চালিয়ে যেতে হবে।” মঙ্গলবার সাগর থেকে তীরে ফিরে আসার চেষ্টাকালে ট্রলার ডুবে ২৬ জন জেলে নিখোঁজ হন। তাদের খোঁজে নৌবাহিনীর জাহাজ পাঠানোর পর বৃহস্পতিবার ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে জানানো হয়েছে। আরও ১৪ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাইফুন-নিহত-৩৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ