Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চীনে সুপার টাইফুনে ব্যাপক ক্ষতি, তিন কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুপার টাইফুন নেপারতাক মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে চীন। ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ে দেশটিতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটির পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে প্রায় ১০৬ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির উপপ্রধান এবং মিনকিং কাউন্টির সরকার প্রধান হুয়াং শিয়াংকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ওই কাউন্টিতে ৭৩ জনের মৃত্যু এবং ১১টি শহরে বিদ্যুৎ এবং টেলিকমিউনিকেশন সেবা বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে গত রোববার দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে। এছাড়াও দুইজন নিম্নপদস্থ কর্মকর্তাকেও তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। ঘূর্ণঝড় কবলিত এলাকাগুলোতে চীনের মুদ্রায় ১৭০ মিলিয়ন ইউয়ান ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে। ঘূর্ণিঝড় নেপারতাক গেল ৯ জুলাই ফুজিয়ানে আঘাত হানে। দক্ষিণ চীনসাগরে এই সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার বিষয়টি অত্যন্ত স্বাভাবিক। রয়টার্স ও এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে সুপার টাইফুনে ব্যাপক ক্ষতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ