রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই পাহাড় ওপর থেকে পড়ে বন্যহাতি শাবকের মৃত্যু। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের, শুকনাছড়ি বিট এলাকায় গভীর জঙ্গল হতে পা পিছলে, পড়ে এক বছর বয়সী একটি বন্য হাতি শাবকের মৃত্যু হয়ছে। গত বুধবার বিকালে শাবকের মৃতদেহ পাহাড়ের নিচে হ্রদে ভাসতে দেখে জেলেরা বন বিভাগকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে উদ্বার করে। ঘটনাস্থলে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম, (ডিএফও), সহকারী বনসংরক্ষক নুরু আমিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিট কর্মকর্তা আব্দুল জব্বার ছুটে আসে। বিভাগীয় কর্মকর্তা জানান, আমরা মৃত্যুর কারণ জানতে গিয়ে দেখলাম শাবকটি উচু পাহাড় হতে পা পিছলে গিয়ে মৃত্যু হয়েছে। মা হাতি শাবকটিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে যা ঘটনাস্থলে গিয়ে দেখা যায়। এদিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণী সম্পাদ ডাক্তার আনা হয়েছে পরীক্ষা নিরিক্ষ করার জন্য এবং রাত ১টা বাজে শুকনাছড়ি বিটে শাবকটিকে মাটি চাপা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।