Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর আঘাতে গৃহবধূর মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নওগাঁর মান্দায় স্বামীর শারীরিক নির্যাতনে সজনি রেগম (২২) নামে এক অন্তঃস্বত্তা গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ওয়াজেদ আলী গা ঢাকা দিয়েছে। এদিকে ঘটনার পরদিন সেপ্টিট্যাংক থেকে সজনি বেগম (২২) নামে এক অন্তঃস্বত্তা গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপূর ১২ টার দিকে উপজেলার চকভালাইন গ্রামের নিজ বাড়ির সেপ্টিট্যাঙ্ক লাশটি উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর হত্যাকান্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার ভালাইন ইউপি’র চকভালাইন গ্রামে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চকভালাইন গ্রামের একটি ফাঁকা মাঠে বাড়ি করে স্ত্রী সজনিকে নিয়ে বসবাস করে আসছিলেন ওয়াজেদ আলী। সজনি পাঁচ মাসের অন্ত:স্বত্তা। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে পরিবারিক বিষয় নিয়ে ব্যাপক দ্ব›দ্ব কলহ হয়। এক পর্যায় স্বামী ওয়াজেদ আলী তার স্ত্রী সজনিকে মারপিট করেন। এরপর রাতে তারা ঘুমিয়ে যান। সকালে পাশের বাড়ির এক মহিলা ওয়াজেদ আলীর বাড়ির সেপ্টিট্যাংকের ঢাঁকনা খোলা দেখে তা বন্ধ করে দিতে যান। এসময় সেপ্টিট্যাঙ্কির মধ্যে কাপড় সাদৃশ্য দেখে স্থানীয়দের খবর দেন। এরপর থানা পুলিশে স্থানীয়রা বিষয়টি অবগত করেন।
উপপরিদর্শক সাবিনুর ইসলাম, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। তিনি জানান, লাশের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ