রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের রাউজানে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের গৌরী শংকর হাটে সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া এলাকার মৃত কালু মিয়ার মোক্তার হোসেন (২২) ও একই এলাকার হামদু মিয়ার পুত্র পুত্র মো. সাইফুল ইসলাম (২৪)। স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার ভোরে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করলে গৃহস্থ টের পেলে অস্ত্র তাক করে সংঘদ্ধ চোরের দল। আশপাশের লোকজন আঁচ করতে পেরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে ২ চোরের মৃত্যু হলেও সংঘবদ্ধ চোর চক্রের অন্যসদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, ‘শুক্রবার ভোরে সিরাজ কলোনিতে একটি বাড়িতে চুরি করতে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দুই সদস্য। গৃহস্থের শোরচিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে পড়ে। এরই মধ্যে চোরেরা গৃহকর্তাকে অস্ত্র তাক করে। বাইরে থেকে স্থানীয় জনতা বিষয়টি আঁচ করতে পেরে কৌশলে দুই চোরকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।