Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কালীগঞ্জে গাছের ডাল পড়ে পবিস কর্মকর্তার স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে জেলা পরিষদের মালিকানাধীন গাছের ডাল পড়ে ফাহমিদা খাতুন (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। নিহত ফাহমিদা কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রউফের স্ত্রী। তাদের এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের নতুনবাজারে গোস্তের দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় রাস্তার পাশের থাকা শতবর্ষী রেইন্ট্রি গাছের শুকনা ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী প্রোকৌশলী শহিদুল ইসলাম জানান, আমাদের রউফ স্যার উপজেলা প্রশাসনের আয়োজনে বিদ্যুৎ ও জালানি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালীতে যোগ দিতে গিয়েছিলেন। এসময় তার স্ত্রী বাজারে এসেছিলেন প্রয়োজনীয় কেনাকাটা করতে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান গাছের ডাল পড়ে পবিস কর্মকর্তার স্ত্রী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য ঝিনাইদহ, কোটচাঁদুর, কালীগঞ্জসহ বিভিন্ন সড়কে জেলা পরিষদের মালিকানাধীন শতবর্ষী গাছগুলো ঝুকিপুর্ন অবস্থায় দাড়িয়ে আছে। সম্প্রতি ভারতের অংশে যশোর সড়কে শতবর্ষী এ সব গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ