মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গতকাল ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা পুলিশ আতাউর হোসেনকে ৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ হাসি বেগম (৩৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। মতিহার থানা পুলিশ মুসলেমুল হক ওরফে শিমুল(৪৩) কে ২০ বোতল ফেন্সিডিলসহ এবং আলামিন হোসেন(২৭) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে। কাটাখালি থানা পুলিশ আফরোজ আলী (৩২) কে ১৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ মন্টু প্রামানিক(৫০) এবং আজমত(২৫) কে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। পবা থানা পুলিশ রানা(২৫) কে ১০ পিস ইয়াবাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মুরাদ হোসেন(৩৫) কে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
নগরীর মেহেরচন্ডী এলাকায় সাড়াশী অভিযান
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকায় গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকা ঘিরে এ অভিযান শুরু করা হয়।
জানা গেছে, রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফর অভিযানে নেতৃত্ব অভিযান পরিচালনা হয়। তার সঙ্গে ছিলেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ছাড়াও গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের সদস্যরা । মহানগর বোয়ালিয়া জোনের উপ-কমিশনার আমীর জাফর বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই এই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এটি নিয়মিত অভিযানের একটি অংশ। তিনি বলেন, ‘ওই এলাকার চারপাশ ঘিরে অভিযান শুরু করা হয়। বাড়ি বাড়ি গিয়ে তলাশী করা হয়। এ জন্য সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত কাউকে আটক কিংবা কোনো কিছু জব্দ করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।