Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টয়লেটে পড়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

টয়লেটের সøাব ভেঙে টাংকির ভেতরে পড়ে শারমিন (১১) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেল ৫টার দিকে গাজীপুরের কাপাসিয়ার মেরুয়া গ্রামে। সে ওই গ্রামের বিল্লাল হোসেনের কন্যা। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের মেরুয়া গ্রামের মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়ির ওই শিশু পাশ্ববর্তী আঞ্জাব মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শিশু শারমিন গত শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ি আঙ্গিনায় টয়লেট সারতে যায়। কিছুক্ষণ পর ডাক-চিৎকার শুনে লোকজন দৌড়ে গিয়ে দেখতে পায় শিশুটি সøাব ভেঙে নিচে পড়ে যায়। টাংকির নিচ থেকে দ্রæত ওঠাতে সক্ষম হলেও তখনই তার মৃত্যু হয়। টয়লেটটি গ্রামিণ পদ্ধতিতে চাকের উপরে প্যান বসিয়ে তৈরি করা হয়েছিল। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ