নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে বাইসাইকেল কিকে দর্শনীয় একটি গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই গোলটিই শেষ পর্যন্ত উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জিতে নিয়েছে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন রোনালদোর জুভেন্টাস সতীর্থ মারিও মানজুকিচ। ২০১৫ ও ২০১৬ সালে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে ওঠে এই পুরস্কার।
গত ১২ মাসে হওয়া উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে মোট ১১টি গোলের সংক্ষিপ্ত তালিকা করা হয়। পুরস্কারটির জন্য এবার ১ লাখ ৯৭ হাজার ৪৯৬টি ভোট পান রোনালদো, যা মনোনীত অন্য যে কোনো গোলের পাঁচ গুনেরও বেশি। দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে ইউরোপা লিগের শেষ আটে লাইপজিগের বিপক্ষে মার্সেইয়ের দিমিত্রি পায়েতের করা গোলটি। পুরস্কার জয়ের পর উচ্ছ¡সিত রোনালদো টুইটারে সবাইকে ধন্যবাদ জানান, ‘আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। মুহূর্তটা কখনোই ভুলব না, বিশেষ করে মাঠে উপস্থিত সমর্থকদের প্রতিক্রিয়া।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।