Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিসিতে ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৮, ১২:৪৪ এএম

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ভেতরে ভবন থেকে পড়ে আবু সিদ্দিক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন বলে স্বজনরা জানিয়েছে। গত রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সিদ্দিক শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুলাল বেপারির ছেলে। তিনি রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠাল বাগান এলাকায় স্ত্রী কাজল ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। এছাড়া এফডিসিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন সিদ্দিক।
এফডিসি সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পরে এফডিসির ভেতরে ৮ নম্বর ভবনের দ্বিতীয় তলায় বসে মদ পান করছিলেন সিদ্দিক। পরে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়লে ভবনের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে যান। রাত ৮টার দিকে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সিদ্দিকের শ্যালিকা লাকি জানান, তার বোন জামাই প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতেন। মদ্যপ অবস্থায় ভবন থেকে পড়ে এমন ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এফডিসির ভেতরে মদ্যপান নিষিদ্ধ। তবুও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। এ ছাড়া এফডিসির ভেতরে বিনা কারণে বহিরাগতদের আনাগোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা হবে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ