Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিড়িয়াখানায় এসে নিখোঁজ ২৮

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৮, ১২:৫৩ পিএম

ঈদের ছুটির মধ্যে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এসে নিখোঁজ হন বিভিন্ন বয়সী ২৮ জন। প্রচণ্ড ভিড়ের কারণে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২২ জুলাই সারাদেশে ঈদুল আজহা পালিত হয়। ঈদের দিন থেকে রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মানুষের ভিড় দেখা যায়। কেউ ছেলে-মেয়ে, কেউ বা বাবা-মাসহ পরিবারের বাকি সদস্যদের নিয়ে হাজির হন এখানে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন থেকে শনিবার দুপুর পর্যন্ত তিন লক্ষাধিক দর্শনার্থীর আগমন হয় এই বিনোদনকেন্দ্রে। এসব দর্শনার্থীর মধ্যে গত তিনদিনে বিভিন্ন বয়সী ২৮ জন হারিয়ে যান। পরে কর্তৃপক্ষ মাইকিং করে হারানোদের উদ্ধার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ