রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় আরো একজননের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পার্বতীপুর উপজেলার শংকরপুর গ্রামের মশিউর রহমানের পুত্র মঞ্জুরুল ইসলাম (৩৬) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে গত ৬আগষ্ট থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
একই ঘটনায় গত ৫ আগষ্ট রাতে আল আমিন (৩২) নিহত হয়। এ ঘটনায় পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান সরকার আনিসকে প্রধান আসামী করে ২৪জনের নামে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদি নিহত আল আমিনের চাচা মোঃ তোফাজ্জল হোসেন। জানা গেছে, পূর্ব শত্রুতা ও জমি জমার জের ধরে গত ৫আগষ্ট রোববার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ঘন শ্যামপুর ফুলের ঘাট বাজারে আল আমিন (৩২) নামে এক যুবক প্রতিপক্ষের হাতে নিহত হয়।
এই ঘটনায় আহত হয় মঞ্জুরুল ইসলাম নামের আরও একজন। পার্বতীপুর উপজেলার ঘন শ্যামপুর ফুলের ঘাট বাজারে আল আমিন ও মনঞ্জুরুল ইসলামকে একাকী পেয়ে প্রতিপক্ষরা সামুরাই ও পশু কুড়াল দিয়ে উপর্যপুরি আঘাত করলে আল আমিন (৩২) গুরুত্বর আহত হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। আহত মঞ্জুরুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে মঞ্জুরুল ইসলাম মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।