বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিজয় সরণিতে কাভার্ডভ্যান দুর্ঘটনা
রাজধানীতে প্লাস্টিকের গুদামে অগ্নিকান্ড, যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু ও বিজয় সরণি মোড়ে সিমেন্ট বোঝাই একটি কভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের একটি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ষুত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ইসলামবাগের আলীরঘাট এলাকার ওই গুদামে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সোয়া একটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ডেমরা স্টাফ কোয়াটার মোড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সুমি ইসলাম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দ্ইুজন। আহত দুইজন হলেন- তৈয়ব হোসেন (৩০) ও মেম্বার আলী (৫০)। ডেমরা থানার এসআই নাজমুল হাসান খান জানান, ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ডেমরা স্টাফ কোয়াটার মোড়ে দাঁড় করিয়ে রাখা একটি লেগুনাকে ধাক্কায় দেয়। এসময় ওই লেগুনায় থাকা তিনযাত্রী গুরুতর আহত হন। তাৎক্ষণিভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুুপুর ২টার দিকে মৃত্যু ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও, চালক পালিয়ে গেছেন।
ট্টাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বিজয় সরণি মোড়ে সিমেন্ট বোঝাই একটি কভার্ডভ্যান উল্টে যায়। তবে বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেজগাঁও থানার এসআই শফি উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বিজয় সরণি মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারালে শাহ সিমেন্টের ওই কভার্ড ভ্যানটি উল্টে যায়। কভার্ড ভ্যানটি সিমেন্টে বোঝাই ছিল। কাত হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকা কভার্ড ভ্যানটি সকালে ট্রাফিক পুলিশের রেকার দিয়ে সরানো যায়নি। বড় কোনো রেকারের সাহায্যে সেটা সরাতে হবে। গতকাল শুক্রবার সকাল ৯টায় দেখা যায়, কভার্ডভ্যানটি উল্টে রাস্তায় ওপর পড়ে আছে। গাড়ি থেকে পড়ে যাওয়া সিমেন্টের বস্তা সারি দিয়ে রাখা হয়েছে রাস্তায় পাশে। পরে গাড়িটি সড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে ঈদের ছুটির পর শুক্রবারে রাস্তায় যানবাহন তেমন না থাকায় চলাচল ছিল স্বাভাবিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।