Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটকে জনসনের গুডবাই

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। যদিও ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলে যাচ্ছিলেন মিচেল জনসন। এবার সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিলেন এই পেসার। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই গতি তারকা।
৩৬ বছর বয়সী এই পেসার ২০১৫ সালের নভেম্বরে বিদায় বলে দিয়েছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দলকে। এরপর থেকে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ব্যস্ত রেখেছিলেন নিজেকে। এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে। ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাই হয়ে থাকলো খেলোয়াড় জনসনের শেষ খেলার মঞ্চ।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ‘পার্থ নাও’-এ লেখা কলামে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি, ‘শেষ হয়ে গেল। আমি আমার শেষ বল করে ফেলেছি। শেষ উইকেট পাওয়া হয়ে গেছে। আজ সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘আশা করেছিলাম সামনের বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা চালিয়ে যাব। কিন্তু ঘটনা হলো আমার শরীর থেমে যাওয়া শুরু করেছে।’
অস্ট্রেলিয়ান পেসার জানিয়েছেন, এ বছরের আইপিএল চলার সময় পিঠের সমস্যায় ভুগেছেন তিনি। যে কারণে আগেভাগেই ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন জনসন। কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও মোটেও সুবিধা করতে পারেননি। ৬ ম্যাচে ২১৬ রান খরচ করলেও পেয়েছিলেন মাত্র ২ উইকেট। গত মাসে বিগ ব্যাশ ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংস থেকেও নিজেকে সরিয়ে নেন জনসন।
অস্ট্রেলিয়ার হয়ে এই পেসার টেস্ট খেলেছেন ৭৩টি, ওয়ানডে খেলেছেন ১৫৩টি আর টি-টোয়েন্টিতে নেমেছিলেন ৩০ ম্যাচে। টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৩১৩ উইকেট, ওয়ানডেতে ২৩৯ উইকেট আর টি-টোয়েন্টিতে নিয়েছিলেন ৩৮ উইকেট। ২০১৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সাদা পোশাকে খেলেছিলেন। তার আগে একই বছরের মার্চে একই প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন জনসন। ২০১৩ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে খেলেছেন এই অজি পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনসন

২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ