বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের শৈলকুপার পৌর এলাকার নুরজাহান ক্লিনিকে খাদিজা খাতুন নামে এক প্রসুতি মারা গেছেন। ঘটনার পর থেকে ডাক্তার আমিন মোস্তফাসহ ক্লিনিক মালিক পলাতক রয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে নুরজাহান ক্লিনিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ক্লিনিকে সিজারের মাধ্যমে জমজ নবজাতক ভুমিষ্ঠ হওয়ার কয়েক ঘন্টা পর মারা যান খাদিজা খাতুন। তার বাড়ি হাকিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে। সিজারিয়ানের মাধ্যমে জমজ দুই ছেলে সন্তান সুস্থ আছে। কিন্তু প্রসুতির মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ও স্বজনেরা। এদিকে প্রসুতির মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দিতে রাতেই দুলাখ টাকায় রফা করা হয়েছে বলে জানা গেছে। সিজারিয়ান ডাক্তার আমিন মোস্তফা জানান, ডাক্তারি ভাষায় এটাকে এমআই বলে। অপারেশন বা সিজারে কোন ভুল ছিল না বলেও তিনি দাবি করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান ক্লিনিকে একজন প্রসুতি মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু কেউ অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।