মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, আমরা সন্ত্রাসী নই, ভারত বিরোধীও নই, আমরা গান্ধীর ভারত চাই। ভারতের রাজধানী নয়াদিল্লীতে বিরোধীদলীয় নেতাদের এক সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। বিজেপি বিরোধী ওই সম্মেলনে ফারুক আবদুল্লাহ তার ভাষণে বলেন, আমরা সন্ত্রাসবাদী নই, ভারত বিরোধী নই, আমরা ভারত থেকে আলাদাও হতে চাই না। কিন্তু আমরা ওই ভারতকে গ্রহণ করব না যেখানে মানুষের সমতা নেই, তা সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক বা খ্রিস্টান হোক না কেন। আমরা সেই ভারত চাই যার স্বপ্ন গান্ধীজি দেখেছিলেন। ‘দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি রক্ষা’-শীর্ষক ওই সম্মেলনে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমার নাম সীতারাম বলেই বলতে পারি, ওরা ধর্মের নামে যা করছে, তা ঠিক নয়। ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী তার ভাষণে বলেন, বিজেপি সভাপতি অমিত শাহ ভারতকে ‘সোনার পাখি’ হিসেবে দেখেন। ৭০/৮০ বছর আগে যেমন ইংরেজরা দেখত। সেভাবেই অমিত শাহরা দেশকে খাঁচা বানিয়ে কিছু শিল্পপতি বন্ধুকে সুবিধা দেন। দেশের সম্পদকে হাতিয়ার করে বন্ধু-বান্ধব, পুঁজিপতিদের স্বজনপোষণ চলছে।’ রাহুল গান্ধী বলেন, ‘বিরোধীরা একজোট হয়ে সামনের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভায় নির্বাচনে বিজেপিকে পরাজিত করবে। আমরা দেশকে বিজেপি-মুক্ত করব না। তাদের শেষ করব না। আমরা বুঝিয়ে দেবো ওদের আদর্শের থেকে আমাদের আদর্শ অনেক বেশি শক্তিশালী।’ এনসিপি নেতা তারিক আনওয়ার প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ (সকলের সঙ্গে সবার উন্নয়ন) শ্লোগান বড় মিথ্যে ছাড়া আর কিছুই নয় বলে কটাক্ষ করেন। স¤প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেয়া সাবেক এমপি চন্দন মিত্র বলেন, ‘বিজেপি’র মধ্যে অনেক কিছুই অত্যন্ত খারাপ। ধীরে ধীরে বিজেপি সম্পর্কে মানুষের মোহ দূর হয়ে যাচ্ছে।’ নয়াদিল্লিতে বৃহস্পতিবারের ওই সম্মেলনে কমপক্ষে ১৫টি বিরোধী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।