প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত সপ্তাহে স্বাস্থ্য চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। সেখানে তিনি চেকআপ করিয়েছেন। জানিয়েছেন, তার সবকিছু ঠিক আছে। এর আগে থাইল্যান্ডে গেলে সেখানের চিকিৎসকরা বলেছিলেন হার্টে রিং পরাতে হবে। আমি তা না করে সিঙ্গাপুর চলে আসি। এখানের চিকিৎসকরা চেক করে শুধু ওষুধ দিয়েছেন। বলেছেন, রিং পরানো লাগবে না। এতে মানসিকভাবে আমি অনেক চাঙা হয়েছি। তিনি বলেন, আল্লাহর রহমতে এখন অনেক সুস্থবোধ করছি। এদিকে ডিপজল সিঙ্গাপুর গিয়ে সেখানে চিকিৎসারত অভিনেতা ফারুককে দেখতে গিয়েছিলেন। তিনি জানান, ফারুক ভাই আগের চেয়ে অনেক ভালো আছেন। তার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তার সাথে কথা বলে ভালো লেগেছে। তার শারীরিক কন্ডিশন আগের চেয়ে ভালো। শিঘ্রই দেশে ফিরবেন বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।