নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেও র্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থান ধরে রাখতে পারল না দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা নেমে গেছে চার নম্বরে। তাদের জায়গা পেয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করেছিল ১১৩ পয়েন্ট নিয়ে। তখন চারে থাকা নিউজিল্যান্ডের চেয়ে এক পয়েন্ট এগিয়ে ছিল তারা।
প্রোটিয়ারা পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ৩-২ ব্যবধানে। সিরিজ জিতেও তারা হারিয়েছে ৩ পয়েন্ট। শ্রীলঙ্কা ৩ পয়েন্ট পেলেও আট নম্বরেই আছে।
১২৭ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ১২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৯২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাত নম্বরে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ দুই ম্যাচে হেরে যায় তারা। রোববার শেষ ম্যাচে প্রোটিয়াদের ১৭৮ রানের বড় ব্যবধানে হারায় লঙ্কানরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।