Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ জনকে কেটে খেয়েছে নরখাদক দম্পতি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

৩০ মহিলাকে হত্যা করে কেটে খেয়ে ফেলেছে মানসিক বিকারগ্রস্ত এক নরখাদক দম্পতি। এজন্য তাদের মধ্যে কোনও অনুতাপ বা অনুশোচনা নেই। ২০১৭ সালের অক্টোবর মাসে নরহত্যার দায়ে গ্রেপ্তার করা হয় রাশিয়ার নাতালিয়া বাকসশিভা ও তার স্বামী দিমিত্রিকে। গ্রেপ্তারের পরেই তাদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ খেয়াল করেন তদন্তকারীরা। তখন মনোবিদদের একটি দলকে নির্দেশ দেয়া হয় তাদের পরীক্ষা করার জন্য। পরীক্ষার শেষে ওই যুগলকে ‘মানসিক বিকারগ্রস্ত নরখাদক’ হিসেবে চিহ্নিত করলেন মনোবিদরা। তারা আরও জানিয়েছেন, নাতালিয়া ও দিমিত্রি কমকরে ৩০ মহিলাকে হত্যা করে কেটে খেয়ে ফেলেছে। এবং তার জন্য এদের মধ্যে কোনও অনুতাপ বা অনুশোচনা নেই।
তিরিশটির ওপরে খুন করে ফেললেও পুলিশের সন্দেহের তালিকা থেকে কয়েক যোজন দূরে ছিল বাকসশিভা দম্পতি। এলিনা ভারুশিভা নামে এক তরুণী নিখোঁজ হওয়ার পরে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে নাতালিয়াদের বাড়ির পিছনে একটি আবর্জনার স্তূপ থেকে এলিনার মোবাইল ফোনটি খুঁজে পান একদল নির্মাণ কর্মী। তারা সেখানে একটি বাড়ি বানানোর কাজ করছিলেন।
মোবাইল ফোনটি পুলিশের কাছে জমা দিলে তখন সন্দেহ গিয়ে পড়ে নাতালিয়াদের ওপরে। প্রথমে জেরা করার পরে গ্রেপ্তার করা হয় নাতালিয়া ও দিমিত্রিকে। -ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ