মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘ও লস্কর! মানে মুসলিম? আমরা মুসলিমকে বাড়ি ভাড়া দেই না’। গত কয়েকদিন ধরে কলকাতা শহরে বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক মুসলিম তরুণী।
গতকাল শনিবার আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজিলপুরের মেধাবী ছাত্রী নিশাত রিমা লস্কর। উচ্চতর শিক্ষার্থে তিনি ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে বেশ কিছুদিন পেয়িং গেস্ট হিসেবে থাকার জন্য তিনি বাড়ির খোঁজ করছেন। গত ১ আগস্ট থেকে বিশ^দ্যিালয়ে ক্লাস শুরু হলেও ভারতের স্বাধীনতা দিবসের আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রুম দেয়ার প্রক্রিয়া শুরু হবে না। ছাত্রী নিশাত সে কারণে আপাতত পেয়িং গেস্ট হিসেবে থাকতে চেয়েছিলেন। বাড়ি ভাড়ার বিষয়ে তিক্ত ভভিজ্ঞতার বিবরণ দিতে গিয়ে নিশাতের বাবা ইকতিয়ার লস্কর বলেন, অনলাইন থেকে বাড়ির খোঁজ পেয়ে সুলেখা এলাকার এক বাড়িতে যান।
তিনি বলেন, পরদিন মেয়েকে সাথে নিয়ে আসার কথা বলে ভাড়া পাকাপাকি করে নিজের বাড়িতে ফিরেন। কিন্তু রাতেই ফোন করে ওই বাড়ির গৃহকর্ত্রী জানতে চান মুসলিম কিনা? জবাবে মুসলিম বলতেই তিনি বাড়ি ভাড়া দেবেন না বলেই ফোন রেখে দেন।
ইকতিয়ার লস্কর আরও বলেন, তিনি একই ধরনের ব্যবহার গাঙ্গুলিবাগান নামের এলাকাসহ যাদবপুরের পাশ^বর্তী এলাকায় পেয়েছেন। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগেও কলকাতায় অনেক মুসলিম পরিবার বাড়ি ভাড়া পেতে এমন সমস্যায় পড়ছেন। এবার সেখানে যোগ হল নিশাত রিমা লস্কর। নিশাতের আক্ষেপ, তিনি গ্রামে যে ব্যবহার পাননি, শহরে এসে উল্টোটাই পেলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।