Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবানদের হটিয়ে দেয়ার দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম


মধ্য আফগানিস্তানের গজনি শহরে তীব্র হামলা চালিয়েছে সশস্ত্র তালেবান জঙ্গিরা। শুক্রবার সকালে এ হামলায় জঙ্গিরা পুলিশের তল্লাশি চৌকিতে অগ্নিসংযোগ, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় শেল নিক্ষেপ করেছে। জঙ্গিদের হটিয়ে দেয়ার আগ পর্যন্ত শহরের বেশকিছু অংশ তালেবানের নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গজনিতে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর পাল্টা হামলায় হেলিকপ্টার ও ড্রোন হামলার মাধ্যমে সহায়তা করেছে মার্কিন বাহিনী। হামলার পর শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে শহরের সড়কগুলোয় লাশ পড়ে থাকার কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। রয়টার্স, আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ