বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লার আকবরনগরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধে জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট ) রাতে টেটাবিদ্ধ জয়নাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে শুক্রবার সকালে পুলিশ তা নিশ্চিত করে।
এদিকে জয়নালের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পরার পর সামেদ আলী হাজীসহ তাদের লোকদের বাড়ি ঘর ভাঙচুরসহ ব্যাপক তা-ব চালিয়েছে রহিম হাজীর লোকজন। এতে করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে প্রভাবশালী ছামেদ আলী হাজী ও রহিম হাজী গ্রুপের মধ্যে টেটা বল্লম নিয়ে সংঘর্র্ষের ঘটনা ঘটে। এতে জয়নালসহ রহিম হাজী গ্রুপের ৮-১০ টেটাবিদ্ধ আহত হয়।ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।