বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহের কালীগঞ্জে নিজের শরীরে ইনজেকশন দিতে গিয়ে চন্দনা রানী শর্মা নামে এক সিনিয়র নার্স মারা গেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত অবস্থায় তিনি মারা যান। নিহত এই নার্স হৃদরোগে ভুগছিলেন। সে কালীগঞ্জ পৌর শহরের নিশ্চিন্তপুরের রতন বিশ^াসের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোসাইন সাফায়েত জানান, চন্দনা রানী বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সকালে সে সহযোগীদের সাহায্য ছাড়াই নিজের শরীরে ইনজেকশন পুশ করতে যায়। ইনজেকশন পুশ করতে করতেই সে মারা যায়।
তিনি আরো জানান, হার্টের এই ইনজেকশন অবশ্যই অন্য কারোর সহযোগীতা নিয়েই দিতে হয়। কারন এই জাতীয় ইনজেকশন দেওয়ার সময় শরীরে জটিলতা দেখা দিতে পারে। কিন্তু চন্দনা রানী একজন সিনিয়র নার্স হয়েও সেটা করেনি, যোগ করেন এই চিকিৎসক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।