Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রেবা রহমান ছিলেন নারী সাংবাদিকতার পথিকৃৎ’

নড়াইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

দৈনিক ইনকিলাব যশোর ব্যুরোর স্টাফ রিপোর্টার রেবা রহমানের মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এক শোকবার্তায় জানিয়েছেন, ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতার সহধর্মিণী রেবা রহমানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন যশোরের সাংবাদিক সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র।একনিষ্ঠ সংগঠক ও নারী সাংবাদিকতার পথিকৃৎ। সাংবাদিক রেবা রহমান একদিকে যেমন সাংবাদিকতা পেশার উপর ছিলেন গভীর শ্রদ্ধাশীল, অন্যদিকে ছিলেন আজীবন সংগ্রামী চেতনায় উজ্জীবিত। তাকে হারিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাংবাদিকতার অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।
গতকাল এ শোকবার্তায় স্বাক্ষর করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি মুনির চৌধুরী, সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সভাপতি এনামুল কবির, অ্যাড. আব্দুল হক, ইত্তেফাক সংবাদদাতা অ্যাড. তারিকুজ্জামান, সাংবাদিক শামিমুল ইসলাম, গুলশানারা, হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম এ এ এম আওহাদ, আ. সাত্তার, দৈনিক ইনকিলাবের নড়াইল জেলা সংবাদদাতা আতিয়ার রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ