বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ মারা গেছে তিনজন। তাদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে শেওরা জোয়ার সাহারা এলাকায় অজ্ঞাত পুরুষ (৪০), কুড়িল বিশ্বরোড এলাকায় অজ্ঞাত পুরুষ (৬০) ও খিলগাঁওয়ে অজ্ঞাত পরিচয় শিশু (১২)। এ ছাড়া রাজধানীর দক্ষিণখান এলাকায় দেয়াল ধসে দুই নারী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ হামিদা বেগম (৪০) ও নাছিমা আক্তার (৪৫)। গতকাল পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ও সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) সূত্র জানায়, গতকাল ভোরে শেওড়ার জোয়ার সাহারা এলাকায় রেললাইন অতিক্রমের সময় কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনায়স্থলেই একজনের মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।
এএসআই রবিউল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয়ও সনাক্ত করা যায়নি।
শাহাজানপুর থানার এসআই বশির আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খিলগাঁও খিদমা হাসপাতালের বিপরীতে গুলবাগ রেললাইনের ওপরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক শিশু গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধঅর করে ঢামেকে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে মারা যায় শিশুটি। তার বয়স আনুমানিক ১২ বছর। শিশুটির পরিচয় জানা যায়নি।
এদিকে গতকাল বেলা ১২টার দিকে দক্ষিণখানের গাওয়াই নবীন সংঘ রোড এলাকার একটি বাড়ির রাস্তার ওপরে থাকা সুরকি পরিষ্কারের সময় দেয়াল ধসে হামিদা বেগম ও নাছিমা আক্তার মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই নারী রাস্তার ওপরে থাকা সুরকি পরিষ্কার করছিলেন। এ সময় পার্শ্ববর্তী বাড়ির দেয়াল ধসে তাদের ওপরে পড়ে। এতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিকেল ৫টার দিকে অপরজনও মারা যায়। মৃত দু’জনের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাখা হয়েছে। দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, মৃত দুই নারী টঙ্গী এলাকায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।