Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

টিপুর সহস্রাধিক ক্ষেপণাস্ত্র উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

ভারতের কর্ণাটকের শিমোগা জেলার পরিত্যক্ত একটি কূপে হাজারের বেশি ক্ষেপণাস্ত্রের সন্ধান পেয়েছেন খননকারীরা। যুদ্ধের সময় ব্যবহারের জন্য এসব ক্ষেপণাস্ত্র ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা টিপু সুলতান মজুদ করে রেখেছিলেন বলে জানিয়েছেন ভারতের প্রতœতত্ত¡ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে জয়ের পর ১৭৯৯ সালে এক যুদ্ধে নিহত হন টিপু সুলতান। নেপোলিয়নের সময়ে বিভিন্ন যুদ্ধে যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, বলা হয়ে থাকে টিপু সুলতানও ওই একই ধরনের ক্ষেপণাস্ত্রের ভাÐার গড়ে তুলেছিলেন। প্রতœতত্ত¡ বিভাগের সহকারি পরিচালক এএফপিকে জানিয়েছেন, যেখান থেকে এ ক্ষেপণাস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে সেখানকার মাটি দিয়ে বারুদের গন্ধ বের হচ্ছিল। মূলত ওই গন্ধের সূত্র ধরেই এসব ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া যায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ