Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে ধর্ষণ-হত্যা বাড়ছে : পান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

মুসলিম জনসংখ্যার বৃদ্ধির কারণে ভারতে ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশের বিজেপির এক শীর্ষ নেতা। তার মতে, মুসলমানদের কারণে দেশবিভাগের মত আরেকটি পাকিস্তান সৃষ্টি হতে পারে যে কোন মুহূর্তে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের স্থানীয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে আম্বেদকর নগরের সংসদ সদস্য হরি ওম পান্ডে বলেন, সরকার যদি মুসলমানদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ভারতের ভেতর থেকে উচিরেই পাকিস্তানের মত আরেকটি রাষ্ট্র সৃষ্টি হবে। বিজেপির এ নেতা বলেন, মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির কারণেই সন্ত্রাসবাদ, ধর্ষণ, যৌন হয়রানি ঘটনাগুলো ঘটছে। খেয়াল করলেই দেখা যাবে, স্বাধীনতার পর থেকে যুগান্তকারীভাবে এ দেশের মুসলমানরা বেড়ে চলেছে। পান্ডে আরও বলেন, এ জনসংখ্যা বৃদ্ধির কারণে বেকারত্ব বাড়ছে, অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলছে তারা। মুসলমানদের জন্মনিয়ন্ত্রণ না করার সমালোচনাও করেন তিনি। বিজেপির এ এমপি বলেন, মুসলমানরা কোন প্রকারেরই জন্মনিয়ন্ত্রণে বিশ্বাস করে না। তাদের নেতারা বলেন, তাদের ধর্মে নাকি জন্মনিয়ন্ত্রণ নিষিদ্ধ। সেইসাথে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে আহŸান জানান তিনি। পান্ডে বলেন, জনসংখ্যা বৃদ্ধিতে কোন ভারসাম্য না থাকলে ভারতে হিন্দুরাই একদিন সংখ্যালঘু হয়ে যাবে। আমি মনে করি, প্রত্যেক হিন্দু পরিবারেরই অন্ততপক্ষে পাঁচটি সন্তানের জন্ম দেয়া উচিত। মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি রোধে পার্লামেন্টের কঠোর হওয়া উচিত মনে করেন তিনি। পান্ডে বলেন, আরেকটি ভয়ংকর দেশ বিভক্তি থেকে বাঁচতে হলে এখনই মুসলমানদের জনসংখ্যা রোধে পার্লামেন্টে আলাদা বিল পাশ করা উচিত। ফাইনান্সিয়াল এক্সপ্রেস।



 

Show all comments
  • Nannu chowhan ২৯ জুলাই, ২০১৮, ৮:০৮ এএম says : 0
    Indian BJP members & leaders most of them racial.....
    Total Reply(0) Reply
  • Sheikh Mahfoz ২৯ জুলাই, ২০১৮, ৯:২৭ এএম says : 0
    পান্ডেকে জুতা মারার উচিত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ