মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় বোমাবর্ষণের পরিকল্পনার করেছে বলে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম যে খবর দিয়েছিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাকে ‘কল্পকাহিনী’ বলে উড়িয়েছে দিয়েছেন। তিনি বলেছেন, “অস্ট্রেলিয়ার সংবাদ কর্মীরা এ ধরনের খবর কোত্থেকে পায় তা আমার জানা নেই।” অস্ট্রেলিয়ার এবিসি নিউজ বৃহস্পতিবার এক নিবন্ধ প্রকাশ করে বলেছিল, মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করেছে এবং আগামী এক মাসের মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা হতে পারে। ওই নিবন্ধে অস্ট্রেলিয়ার অজ্ঞাত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হামলায় ইরানের পরমাণু স্থাপনা শনাক্ত করার কাজে অস্ট্রেলিয়া ওয়াশিংটনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করবে। এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস শুক্রবার সাংবাদিকদের বলেন, “আমি নিশ্চিত যে, এ ধরনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমাদের হাতে নেই। এবং সত্যি কথা বলতে এটি সম্পূর্ণ বানোয়াট ও কল্পকাহিনী।” ইরানের সরকার পরিবর্তন অথবা বর্তমান সরকারের পতন ঘটানোর কোনো পরিকল্পনা মার্কিন সরকারের আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ম্যাটিস বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশকে নিয়ে মার্কিন ষড়যন্ত্রের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করতে গিয়ে ওয়াশিংটনকে উদ্দেশ করে বলেন, “সিংহের লেজ নিয়ে খেলবেন না।” এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে ‘নজিরবিহীন শিক্ষা’ দেয়ার হুমকি দেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলায়মানি বৃহস্পতিবার ট্রাম্পের ওই হুমকির কঠোর জবাব দিয়ে বলেছেন, মার্কিন বাহিনীকে প্রতিহত করার জন্য গোটা ইরানের সামরিক শক্তির প্রয়োজন হবে না; বরং এজন্য তার ব্রিগেডই যথেষ্ট। জেনারেল সোলায়মানি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, আপনাকে জবাব দেয়ার জন্য আমরা এমন সব স্থানে বসে আছি যা আপনি কল্পনাও করতে পারবেন না। ম্যাটিস বলেন, এমন কিছু আরোপ করা হচ্ছে না। আমরা তাদের আচরণে পরিবর্তন চাচ্ছি। মধ্যপ্রাচ্যে তাদের সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগ যে বেশ কিছু হুমকি তৈরি করেছে সেটা বন্ধ করতে আমরা কাজ করছি। আল-আরাবিয়া,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।