Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ধামইরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

নওগাঁর ধামইরহাটে সাপের কামড়ে এক গৃহবধু মারা গেছে।
জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়ণপুর গ্রামের মাজেদ রহমানের স্ত্রী লিপি খাতুন (২৮) প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩ টার দিকে একটি বিষধর সাপ লিপি খাতুনের বাম কানে কামড় দেয়। তাৎক্ষনিক লিপি ও তার স্বামী সাপটিকে মেরে ফেলে। রাতে স্থানীয় ওঝা দ্বারা ঝারা ফুক দিয়ে রোগির শরীর থেকে বিষ নামিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে রোগির অবস্থা খারাপ হলে ভোরে রোগিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হলেও ওই সাপের ঔষধ না থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। লিপি খাতুন ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ