Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গ এখন বাংলা, বিধানসভায় বিল পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ৬:০৭ পিএম
সরকারীভাবে আর ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যটি পরিচিত হবে বাংলা নামে। বৃহষ্পতিবার রাজ্যটির রাজ্যসভায় এই সংক্রান্ত একটি সংশোধনী পাশ হয়েছে। এই সংশোধনীটি এখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় একবার অনুমোদন দিয়ে দিলে রাজ্যটি পশ্চিমবঙ্গের স্থানে বাংলা নামেই পরিচিত হবে। ২০১৬ সালে এই সংক্রান্ত প্রথম প্রস্তাবনা দেয়া হয়েছিলো। গত বছর পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ এই ব্যপারে অনুমোদন দেয়। অনুমোদনের পর সব ভাষাতেই বাংলা নামটিই ব্যবহার হবে। তবে রাজ্যটির মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলা এবং হিন্দীতে ‘বাংলা’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’ ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। কেন্দ্র সেই প্রস্তাব বাতিল করে দেয়।
 
ভারতের রাজ্য তালিকায় আক্ষরিক বিবেচনায় সবার শেষে অবস্থান করে পশ্চিম বঙ্গ। এই কারণেই এই নাম পরিবর্তণ করার কথা বলা হয়েছে।
 
ঐতিহাসিকভাবে পুরো বঙ্গীয় এলাকাই বাংলা নামে পরিচিত ছিল। এর পূর্ব অংশ পূর্ব বাংলা আর পশ্চিম অংশ পরিচিত ছিলো পশ্চিম বাংলা নামে। ১৯৪৭ এর দেশভাগের ফলে পূর্ব বাংলা পাকিস্তানের ভাগে পরে। পরবর্তীতে ১৯৭১ সালে তা স্বাধীন বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এককভাবে পশ্চিম বাংলা কখনই বাংলা হিসেবে পরিচিত ছিলোনা। ইয়ন নিউজ


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ