Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রার্থী হলেন দুই হিজড়া

প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাওয়া হিজড়ারা এবার ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে প্রার্থী হয়েছে। প্রথমবারের মতো এই নির্বাচনে প্রার্থী হয়েছে দুই হিজড়া। লোক জনশক্তি পার্টি থেকে ভবানীপুর ও যাদবপুর কেন্দ্রে তারা লড়বে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, দীপা দাশমুন্সির মতো হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ববি হালদার। অন্যদিকে যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মণীষ গুপ্ত ও বামপ্রার্থী সুজন চক্রবর্তীর বিরুদ্ধে ভোটযুদ্ধে নামছেন শঙ্করী ম-ল। লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি মীরা চক্রবর্তী গত শুক্রবার এই ঘোষণা করেন। তৃতীয় লিঙ্গের এই প্রার্থীপদ পাওয়া নিয়ে মানবী বন্দ্যোপাধ্যায় জানালেন, যদি অধিকার প্রতিষ্ঠার কারণে এই মনোনয়ন হয়, তবে আমি সবসময় এই প্রয়াসকে সমর্থন জানাবো। আর যদি স্রেফ গিমিকের কারণে হয়, তাহলে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য এ অপমান ছাড়া আর কিছুই নয়। রাজ্যের ভোটমানচিত্রে ভবানীপুর কেন্দ্রের গুরুত্ব প্রশ্নাতীত। তৃণমূলের শক্ত ঘাঁটি এ কেন্দ্রে এবার প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের হয়ে স্বয়ং সোনিয়া গান্ধীর নির্দেশে লড়াইয়ে নেমেছেন দীপা দাশমুন্সি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে প্রার্থী হলেন দুই হিজড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ