Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আটক করলেই প্রতিরোধ গড়ে তুলতে হবে

-আমীর খসরু

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

যেখানেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যেখানে গ্রেফতার করা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। থানায় নিলে থানা ঘেরাও করতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা নির্বাচনী নীলনকশার সঙ্গে জড়িত তাদের তালিকা করে জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ৩ সিটি নির্বাচনে গ্রেফতার আতঙ্ক, সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সম্প‚র্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। আওয়ামী লীগ এখন প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল। স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হচ্ছে এতে আওয়ামী লীগের কোনো ভ‚মিকা নেই। সব পরিচালনা করছে পুলিশ, র‌্যাব, বিজিবি আর গোয়েন্দা বাহিনীর সদস্যরা।
সিলেটে ধানের শীষের পক্ষে গণজোয়ার বন্ধ করতে আবার গ্রেফতার অভিযান শুরু হয়েছে অভিযোগ করে আমীর খসরু বলেন, এখন গ্রেফতার করার জন্য নতুন প্রক্রিয়া শুরু করেছে। সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন, রাজশাহীতে ককটেল হামলা হলো তাদের নতুন কৌশল। এখন থেকে যেখানে অন্যায়ভাবে গ্রেফতার করা হবে সেখানেই থানা ঘেরাও করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, একজন সম্পাদকের ওপরে হামলা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের হামলা সরকারের পতনকে তরান্বিত করবে।
সংগঠনটির সভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ