Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সীতাকুণ্ডে ছড়িয়ে পড়েছে জন্ডিস, একজনের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 চট্টগ্রামের সীতাকুÐের বাড়বকুÐ একটি গ্রামে পানিবাহীত রোগ ই- ভাইরাস জন্ডিস ছড়িয়ে পড়েছে। আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে। এ রোগে ৬৯ জনের মধ্যে নুর বেগম(৬৫)কলি (১৯)বাবুল (৩৮) মোশারফ(৩৪)কহিনুর(২১)আলী হোসেন(৩৩)সহ পরীক্ষা করে ১৭ জনের শরীরে এ রোগের লক্ষণ পাওয়া গেছে বলে স্থানীয় মেম্বার জহিরুল ইসলাম জানান। তিনি বলেন গত ২ মাস আগে ক্রমান্বয়ে বেশ কয়েকজন জন্ডিসে আক্রান্ত হন। তাদের মধ্যে বাবুল মিস্ত্রীর স্ত্রী কহিনুর আক্তার গত শনিবার নিজ বাড়িতে মারা যায়। খবর পেয়ে একটি মেডিকেল টিম উপজেলার বাড়বকুÐ ইউনিয়নের আলী চৌধুরী পাড়া গ্রামে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পান। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল করিম রাশেদ বলেন এটি হচ্ছে পানিবাহীত ই-ভাইরাস। এঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। ভারী বর্ষণের ফলে নলকূপে বিষাক্ত পানি প্রবেশ করায় এরোগ দেখা দিয়েছে। গতকাল রবিবার সকালে ৬৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে এ রোগের লক্ষণ পাওয়া গেছে। আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, মারা যাওয়া মহিলাটি অন্যরোগে মারা গেছেন। এরোগে নয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, চট্টগ্রাম থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে আসছে। আমি তাদের সাথে কথা বলেছি। এ রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রয়োজন হলে তাদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ