Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি, থানায় মামলা আটক ২

কোটালীপাড়া উপজেলা সাংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ৫:৪০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মসজিদে নামাজের সময় শব্দ করে বাদ্যযন্ত্র বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনায় মুসল্লিদের বিরুদ্ধে মামলা ২জন কে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার তারাশি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তারাশি গ্রামের আমজাদ শেখের ছেলে হাজী মোঃ লিয়াকত আলী (৫৮) ও জয়নাল শেখের ছেলে হালিম শেখ (৪১)কে আটক করে। এ ঘটনায় গৌরাঙ্গলাল সাহা বাদি হয়ে ৯ মুসল্লিকে আসামি করে কোটালীড়া থানায় একটি মামাল দায়ের করেন, মামলা নং- ২০। সরজমিনে গেলে তারাশি তহশিল অফিস জামে মসজিদের মুসল্লি ও স্থানীয়রা জানান- শনিবার রাতে মসজিদে এশারের নামাজ পড়ার সময় ১শ গজ দূরত্বে শব্দ করে সাউন্ড সিস্টেমের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্ভীরা রথ যাত্রা উপলক্ষ্যে বাদ্যযন্ত্র বাজালে নামাজে ভুল হয়, নামাজ শেষে মুসল্লিরা বাদ্যযন্ত্র বাজানোর বিষয়টি প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটি ও বাক-বিতন্ডের সৃষ্টি হলে উত্তেজিত জনতা ৪টি প্লাস্টিকের চেয়ার ছুড়ে ফেলে। তারাশি তহশিল অফিস জামে মসজিদের ইমাম মোঃ মকবুল হোসেন বলেন শনিবার রাতে মসজিদে এশারের নামাজের জামাত চলাকালে প্রায় ২শ হাত দূরে শব্দ করে বাদ্যযন্ত্র বাজানোর ফলে নামাজের ত্রুটি হয়, পরে বিষয়টি মুছল্লিরা তাদেরকে জিজ্ঞেস করে। মুছল্লি ওহাব শেখ বলেন- নামাজের সময় মসজিদের পাশেই শব্দ করে বাদ্যযন্ত্র না বাজানোর জন্য খিতিশ মন্ডলকে জানানো হয় তার পরেও তারা শব্দ করে বাদ্যযন্ত্র বাজানোর ফলে নামাজে ভুল হয়, পরে বিষয়টি প্রতিবাদ করলে তাদের সাথে কথার কাটাকাটি হয়। অপর মুছল্লি মামুন শেখ বলেন- আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক পক্ষের সমর্থক এবং হিন্দুরা অপর পক্ষের নির্বাচন করে বিজয়ী হওয়ায় আমরা তাদের প্রতিপক্ষ হই, শনিবার রাতে নামাজের সময় শব্দ করে বাদ্যযন্ত্র না বাজানোর জন্য জুয়েল পান্ডেকে বলি এর পরেও তারা শব্দ করে সাউন্ড বাজিয়ে নামাজের ক্ষতি করে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ