Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় যুদ্ধবিরতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

একদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইলি সামরিক বাহিনী ও গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। মিশরের পাশাপাশি জাতিসংঘের মধ্যস্থতায় এ সমঝোতা হয় বলে শনিবার এক বিবৃতিতে জানায় হামাস। এর আগে শুক্রবার গাজা সীমান্তে ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে ৩ জন হামাস সদস্য বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার গাজা ভূখÐে ইসরাইলি সীমান্তের কাছে জড়ো হয়ে বিক্ষোভ করে কয়েক হাজার ফিলিস্তিনি। এসময় ইসরাইলি সেনারা গুলি চালালে চারজন নিহত হন। একইদিন গাজা থেকে ছোড়া গুলিতে এক ইসরাইলি সেনা নিহত এবং অপর একজন আহত হয় বলে জানায় তেলআবিব। এর জবাবেই গাজায় অন্তত ২৫টি স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, ‘মিসর ও জাতিসংঘের প্রচেষ্টায় ইসরাইলি এবং ফিলিস্তিনি দলগুলোর মধ্যে শান্তির যুগে ফিরতে হামাস সম্মত হয়েছে।’ তবে, অস্ত্রবিরতির ব্যাপারে ইসরাইল কোনো মন্তব্য করেনি। ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শুক্রবারের সংঘর্ষের সময় গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে তাদের একজন সৈন্য নিহত হয়েছেন। ওই সৈনিকের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে ২০১৪ সালের যুদ্ধের পর প্রথমবারের মতো গাজা ফ্রন্টে ইসরাইলি সেনা নিহত হলো বলে তিনি জানান। ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনিও নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র উইং ইজেদিন আল-কাসাম ব্রিগেডের তিন সদস্য রয়েছে। হামাস নিহত তিন ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন, শাবান আবু খাতের, মোহাম্মদ আবু ফারহানা এবং মোহাম্মদ কেশতা। ফিলিস্তিনিরা সীমান্তে ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। এই সময়ের মধ্যে ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজার মানুষ আহত হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরাইলের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনেছে। হারেৎজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজা

৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ