Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনে হয় এ যেন আমার নিজেরই-কণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী কণা ও ইমরানের গাওয়া ‘পোড়ামন টু’ সিনেমার ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। নিজের গাওয়া গানের এমন জনপ্রিয়তায় মুগ্ধ কণা। কণা বলেন, ‘শুনেছি শাহআলম সরকারের লেখা এই গানটির বয়স নাকী ১০০ বছরেরও বেশি। গানটি এতোটা জনপ্রিয়তা পাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে, গানটি আমাদের গ্রাম বাংলার মিষ্টি মুধর সুরের গান। আমার নিজেরই গানটি অনেক প্রিয়, গানটির কথা খুব সুন্দর। মনে হয় এ যেন আমার নিজেরই কথা। মনের অজান্তে প্রায়ই আমি গেয়ে উঠি গানটি। সবার গানটি এতোটা ভালোলাগাবে ভাবিনি। দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ যে তারা গানটি এতোটা আপন করে নিয়েছেন।’ ‘ওহে শ্যাম’ গানটির সুর শাহআলম সরকারের। নতুন করে সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। এদিকে শিঘ্রই আরটিভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে কণা’র নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্ন’। বিশ্বকাপ ফুটবলের আগেই গানটির সব কাজ শেষ হয়ে যায়। কিন্তু বিশ্বকাপের কারণে তা ইউটিউবে প্রকাশ থেকে বিরত থাকে। তাই শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। কণার গাওয়া নতুন গান ‘স্বপ্ন’র কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহ আমির খসরু। এছাড়া সম্প্রতি কণা’র আরো দুটি নতুন গানের লিরিক্যাল ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। একটি ‘কী ইশারায়’ এবং অন্যটি ‘নিমন্ত্রণ’। কী ইশরায়’ লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর সঙ্গীত করেছেন ইমরান। গানে কণার সহশিল্পীও ইমরান। ‘নিমন্ত্রণ’ গানটি লিখেছেন এন আই বুলবুল এবং সুর সঙ্গীত করেছেন অরন্য আঁকন। এছাড়া প্রিন্স মাহমুদের লেখা এবং সুর সঙ্গীতে ‘ঘোর’ গানের মিউজিক ভিডিওর কাজ শিগগিরই শুরু হবে। এতে কণার সহশিল্পী তপু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ