Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 কলারোয়ার সোনাবাড়িয়ায় ‘সবুজ ক্লিনিকে’ হাতুড়ে ডাক্তারের সিজারিয়ান অপারেশনে ফতেমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় ক্লিনিকের মালিক, নার্স, আয়ারা পালিয়ে যায়। এলাকবাসী ও মৃতের স্বজনরা জানায়, উপজেলার চান্দা গ্রামের মিলন হোসেনের স্ত্রী ফতেমা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে গত বৃহস্পতিবার সকাল ৮টায় সবুজ ক্লিনিকে ভর্তি হয়। একই দিন বেলা ১১টায় ডাক্তার আসিফ কওছার ক্লিনিকের মালিক হাতুড়ে নার্স জেসমিনকে নিয়ে সিজারিয়ান অপারেশন করে। কিন্তু ভুল অপারেশনে রক্তক্ষরণ বাড়তে থাকে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় প্রথমে সাতক্ষীরায় পরে খুলনায় নেয়া হলে ডাক্তাররা ফতেমাকে মৃত ঘোষণা করে। গতকাল শুক্রবার সকালে শ্বশুরালয়ে ফতেমার লাশ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে মালিক জেসমিন ক্লিনিকে নেই বলে জানানো হয়। তবে ক্লিনিকে গেলে জেসমিন নিজেকে নার্স পরিচয় দিয়ে মালিকের বিনা অনুমতিতে কিছু জানাতে অপারগতা প্রকাশ করে। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান জানান, কলারোয়া হাসপাতালের ইউএইচও ডাঃ কামরুল ইসলামকে প্রধান করে এক সদস্যের কমিটিকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ