বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার তিতাস রোডে নির্মাণাধীন দোতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজুল ইসলাম (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার এসআই মো. রুহুল বলেন, নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে যান হাফিজুল। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। নিহতের সহকর্মী আলমগীর হোসেন জানান, হাফিজুলের বাড়ি ময়মনসিংহে। খিলগাঁও মেরাদিয়া কমিশনার গলিতে তিনি ভাড়া থাকতেন এবং রডমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।