বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় ভুল চিকিৎসায় এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠায় ভ্রাম্যমাণ আদালত ‘ডলফিন ক্লিনিক অ্যাÐ ডায়াগনস্টিক’ নামে বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করে দিয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শেরপুর রোডে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে ক্লিনিকটি সিল করে দেন।
গত বুধবার রাতে ডলফিন ক্লিনিক নামে ওই হাসপাতালের অ্যাপেনডিসআইটিস অপারেশন করাতে গিয়ে স্কুল ছাত্র সাকিব হাসানের (১৪) মৃত্যু হয়। শহরের ফুলতলা এলাকার আব্দুল আজিজের ছেলে সাকিব স্থানীয় ফয়জুল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সাবিকের বাবার অভিযোগ, চিকিৎসক নামধারী ব্যক্তিদের ভুল চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারী পলাতক রয়েছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. শামসুল হক জানান, কথিত ওই ক্লিনিকের কোন অনুমোদনই ছিল না। ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদের নেতৃত্বে গঠিত কমিটিকে ৩ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অভিযুক্ত চিকিৎসক ডা. এ. কে পালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি পুরো ঘটনার দায় ক্লিনিক কর্তৃপক্ষের ওপর চাপানোর চেষ্টা করেছেন। বগুড়ার ক্লিনিক ভিজিলেন্স টিমের সদস্য সচিব সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, অভিযানকালে চারতলায় অবস্থিত অপারেশন থিয়েটার কক্ষটি তালাবদ্ধ ছিল। পাঁচতলায় কিছু বিছানাপত্র পাওয়া গেছে। সেগুলো জব্দ করা হয়েছে।বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান জানান, ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ‘পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা কিংবা অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।