Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র সফরে খেলছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


প্রাক মৌসুমে অধিকাংশ ক্লাবই বিভিন্ন দেশে সফরমূলক ম্যাচ খেলে থাকে। তারই অংশ হিসেবে এবার যুক্তরাষ্ট্র সফর করবে সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। কিন্তু জুভেন্টাসের হয়ে সফরে থাকলেও খেলবেন না দলটির নতুন আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু যুক্তরাষ্ট্র সফরে নয়, এমএলএস অল-স্টার কিংবা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ- কোনটিতেই পর্তুগীজ তারকাকে দেখা যাবে না। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার জুভেন্টাসের খেলোয়াড় হিসেবে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। সেখানেই তিনি ঘোষণা দিয়েছিলেন ৩০ জুলাই তিনি জুভেন্টাসের হয়ে প্রাক মৌসুম অনুশীলন শুরু করবেন। আগামী ৪ আগস্ট জুভেন্টাস রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। সিরি-আ চ্যাম্পিয়নরা অবশ্য নিশ্চিত করেছে ৩৩ বছর বয়সী দলের সাথে যুক্তরাষ্ট্র সফরে থাকবেন।
তুরিনের অনুশীলনে রোনালদো, গঞ্জালো হিগুয়েইন, পাওলা দিবালা, হুয়ান কুয়াদ্রাদো, রদ্রিগো কেনটাকার, ডগøাস কস্তাদের সাথে মিলিত হবেন। তবে ১৯ আগস্ট থেকে শুরু হওয়া নতুন মৌসুমের আগে দলের সাথে যোগ দিবেন বিশ^কাপের ফাইনালিস্ট মারিও মানজুকিচ, মার্কো পিয়াকা, বেøইস মাতৌদিরা।
আগামী ১২ আগস্ট জুভেন্টাসের যুব দলের বিপক্ষে ঐতিহ্যগত প্রীতি ম্যাচটির মাধ্যমে জুভেন্টাসের হয়ে রোনালদোর অভিষেক হতে পারে।
আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে জুভেন্টাস তাদের আইসিসি মিশন শুরু করবে। এরপর ২৮ জুলাই নিউ জার্সিতে বেনফিকার মুখোমুখি হবে। ১ আগস্ট এমএলএস অল-স্টারদের ম্যাচটির তিনদিন পরে রিয়ালের মোকাবেলা করবে। প্রিয় দলের জার্সিতে দলের সবচেয়ে বড় তারকাকে দেখতে ভক্তদের তাই একটু ধৈর্য ধরতে হচ্ছে বৈকি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ