Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোকেন উদ্ধার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 মাদক পাচারের জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে পাচারকারীরা। মাদক পাচারে নারীদের ব্যবহারের নজির প্রায় সব দেশেই। কিন্তু নাইজেরিয়ার ডেভিড নামের এই নারীর মতো ভয়ঙ্কর মাদক কারবারিকে গ্রেফতারের পর হতবাক পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে মাদক পাচারের সময় এই নারীকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। ওই নারী শরীরের বিভিন্ন অংশে মাদক লুকিয়ে পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে প্রথমে আটক করা হয়। ৯ জুলাই ওই মহিলাকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করে তল্লাশি চালালে তার ব্যাগ থেকে এলএসডি পাওয়া যায়। এ ছাড়া শরীরের গোপন অঙ্গের মধ্য থেকে ১২ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোকেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ