Inqilab Logo

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরী

কোকেন আসক্তির স্বীকারোক্তি ব্র্যাডলি কুপারের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

হলিউডের অভিনেতা তার এক অন্ধকার অতীতের সত্য প্রকাশ করেছেন। তিনি জানান, তার বয়স যখন বিশের কোঠায় তখন তিনি চরম বিষন্নতার শিকার হয়ে একসময় কোকেনের আসক্ত হয়ে পড়েছিলেন।
অ্যামাজন মিউজিক এবং ওয়ান্ডারি’জ ‘স্মার্টলেস’ পডকাস্টে তার কোকেনে আসক্তির স্বীকারোক্তি দেন। গত সপ্তাহের এক পর্বে ৪৭ বছর বয়সী ‘আ স্টার ইজ বর্ন’ তারকা তিন উপস্থাপক জেসন বেটম্যান, উইল আরনেট এবং শন হেইজকে বলেন সেই বিপন্ন সময়ে তিনি পথ হারিয়ে ফেলেছিলেন, আর তার অ্যাকিলিস টেন্ডন কেটে ফেলতে হয় আর ‘অ্যালিয়াস’ সিরিজ থেকে তাকে বাদ দেয়া হয় বা তিনি সিরিজটি ছেড়ে দেন।
তিনি জানান, সেই সময় তার বন্ধু অভিনেতা উইল আরনেট তাকে বোঝাবার আগে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন না নিজেকে তিনি ধ্বংস করে দিচ্ছেন। তিনি জানান, সময়টাতে তার কোনও আত্মসম্মানবোধ ছিল না, অশালীন কথাবার্তা বলতেন আর মানুষকে দুঃখ দিতেন। তার ভাষ্য, উইল তাকে ২০০৪ সালে এক পার্টিতে বলেন, তিনি একজন জঘন্য মানুষ। তিনি বলেন, সেই সময়টাতেই আমি উপলব্ধি করেছিলাম, আমার মদ ও মাদকে আসক্তি আছে। তিনি স্বীকার করেন, উইলের কারণেই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোকেন আসক্তির স্বীকারোক্তি ব্র্যাডলি কুপারের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ