Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক মামলায় অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন

চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

সূর্যমুখী তেলের আড়ালে চট্টগ্রাম বন্দর হয়ে তরল কোকেন পাচারের ঘটনায় ২০১৫ সালের চোরাচালান মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞার আদালতে এ শুনানি হয়। মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, আদালত আদেশের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। আইনের পৃথক দু’টি ধারা থাকায় আগে মাদক আইনে বিচার শুরু হয়েছে। এটির সাক্ষ্য গ্রহণ চলছে। আর চোরাচালান আইনের ধারায় আদালতের নির্দেশে র‌্যাব অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। ২০১৫ সালের ৬ জুন পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়।

মামলার চার্জশিটে বলা হয়, সূর্যমুখী তেলভর্তি ওই ১০৭টি ড্রাম আমদানি করা হয়েছিল বলিভিয়া থেকে। সেখান থেকে স্থলপথে উরুগুয়ের মন্টেভিডিও বন্দরে আনার পথে বলিভিয়ার কাস্টমস কর্তৃপক্ষ নমুনা পরীক্ষা ছাড়া চালানটি কোন গন্তব্যে না পাঠাতে রফতানিকারক প্রতিষ্ঠানকে অনুরোধ করে। কিন্তু বলিভিয়ার রফতানিকারক প্রতিষ্ঠানটি কাস্টমসের ওই চিঠি গোপন করে সড়কপথে চালানটি মন্টেভিডিও বন্দরে নিয়ে আসে। উরুগুয়ে থেকে চালানটি সিঙ্গাপুর বন্দরে আসে। সেখান থেকে চালানটি কসকো শিপিং লাইনসের কন্টেইনারে করে ২০১৫ সালের ১১ মে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। ১০ আসামির ৪ জন পলাতক রয়েছেন। তারা হলেন- লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান, মৌলভীবাজারের বকুল মিয়া, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মোস্তাক আহমেদ। এর মধ্যে নূর মোহাম্মদ জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আর অপর তিনজন ঘটনার পর থেকে পলাতক আছেন। জামিনে রয়েছেন, কসকো শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। কারাগারে রয়েছেন, প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা ও পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোকেন জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ