Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ত্রাণসামগ্রী বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার,রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

মিয়ানমার সরকার কর্তৃক নিপীড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের সহায়তায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা কর্তৃক প্রদত্ত ত্রাণের সামগ্রী শরণার্থী শিবির ছাড়িয়ে বর্তমানে বিক্রি হচ্ছে রাঙামাটির হাট বাজারগুলোতে। দূর্দশাগ্রস্ত রোহিঙ্গা জাতিগোষ্ঠিদের মাঝে বিতরণকৃত বিভিন্ন ত্রাণ সামগ্রী নানাভাবে হাতিয়ে নিয়ে এসে রাঙামাটির বাজারে বিক্রি করছে একটি বিশেষ চক্র। কক্সবাজার, উখিয়াসহ আশেপাশের এলাকাগুলোতে বসবাসকারি লোকজনের একটি বিশেষ চক্র বিগত বেশ কিছুদিন ধরেই রাঙামাটিতে এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে স্থানীয় দোকানদারদের কাছে রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিক্রি করছে দেদারসে। এমন সুনির্দিষ্ট্য তথ্যপেয়ে রাঙামাটির হাট-বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
এরই আলোকে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর নির্দেশনায় গতকাল রাঙামাটি শহরে অভিযানে নামে মোবাইল কোর্ট টিম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোম দাশ এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহরের তবলছড়ি বাজারের কাজল হার্ডওয়্যার থেকে বেশ কয়েকটি ত্রাণের ত্রিপল উদ্ধার করা হয়। এসময় দোকানদারকে প্রাথমিকভাবে আর্থিক দন্ডাদেশ দিয়ে ভবিষ্যতের জন্যে সতর্ক করে দেয় মোবাইল কোর্ট কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ