ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমানের মুক্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা মশিউর রহমানের মুক্তি না দিলে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
মানববন্ধনে রিকশাচালক মশিউরের বাবা মজিবুর রহমান ও ছোট বোন রাজিয়া আক্তার অংশগ্রহণ করেন।
রিকশাচালক বাবার একমাত্র সম্বল তার ছেলে। সেই ছেলেকে ফিরে পেতে আর্জি জানিয়েছেন তিনি।
মশিউরের বাবা ছেলের কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি নিজে আওয়ামী লীগ করি। আর সেই আওয়ামী লীগ আমার ছেলেকে বিনা অপরাধে জেলে পাঠিয়েছে।
এদিকে, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নেহাল করিম বলেন, না জানিয়ে আমাদের ছাত্রদের গ্রেফতার করবে এটা মানা যায় না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দায় কোনো ভাবে এড়াতে পারে না একথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জানে না এমন কথা বলে নিজেদের আড়াল করতে চাইছে। সবাই সব কিছু জানে।
তিন ভাই বোনের মধ্যে মশিউর সবার বড়। তাকে জেল থেকে মুক্তি দেয়ার জন্য পরিবার সকলের সাহায্য চেয়েছেন।