বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন মাহামুদা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় এবং হসপিটাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় জ্যোৎস্না বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত জ্যোৎস্না বেগম মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।মৃত জ্যোৎস্না বেগমের পারিবারিক সূত্রে জানা জায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জ্যোৎস্না বেগমের প্রসব বেদনা উঠলে তার পরিবারের লোক জন তাকে উক্ত হসপিটালে নিয়ে আসে। এসময় হসপিটালে কর্তব্য ডাঃ মনিরুজ্জামান ও ডাঃ আলী এম,বি,বি,এস,এফ,সি,পি,এস( সার্জারীক্যাল) আকবর তাকে সিজার করেন। এসময় প্রসূতির প্রচন্ড রক্ত ক্ষরন হয়। প্রচন্ড রক্ত ক্ষরনের ফলে প্রসূতি জ্যোৎস্না বেগম মারত্মক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়লে হসপিটালের কর্তব্যরত ডাক্তাররা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত জ্যোৎস্না বেগমের স্বজনরা বলেন হসপিটালে রক্ত না থাকায় এবং ডাক্তারদের অবহেলায় এবং হসপিটাল কর্তৃপক্ষের অব্যস্থাপনার কারনেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল হাসেম শেখ সকালে হসপিটালটি পরিদর্শনে আসেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন এ বিষয়ে আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।